STORYMIRROR

Nityananda Banerjee

Tragedy Classics Others

4  

Nityananda Banerjee

Tragedy Classics Others

পুরনো বইয়ের তাক

পুরনো বইয়ের তাক

1 min
386

পুরানো বইয়ের তাকে  যে জ্ঞান লুকিয়ে থাকে

         বের করে আনে কয়জনা ,

ধুলোবালি অঙ্গে মেখে   আপন সত্ত্বায় ঢেকে

         পড়ে থাকে হয়ে আনমনা ।

প্রয়োজনে কভু যদি      স্বাদ সত্ত্বা মহাবোধি

         খোঁচা দেয় কাহারো অন্তরে,

টুকিটাকি মন তার        খুঁজে না জ্ঞানভাণ্ডার

         বাকি বই রহে অনাদরে ।

ঘুণপোকা আরশোলা      টিকটিকি ডিমগুলা

         ধুলো ছেড়ে ওঠে বা কখনো,

আকন্ঠ করেন পান       ভাণ্ডারের কিছু জ্ঞান

         মানুষেরা জাগে না তখনো ।

শখে কেনা কিছু বই       তাকে নাচে থইথই

         পায় যেন চিরায়ত মোক্ষ,

বেঁচে গেছি হাত থেকে     গায়ে ধুলোবালি মেখে

          কখনো করে না প্রকাশ দুঃখ।

পরের প্রজন্ম যবে        জঞ্জাল কেন বা রবে

          বেচে দাও সের কিলো দরে,

খেলার পুতুলগুলো       পড়ে রয় মেখে ধুলো

          রাখো সেথা পরিপাটি করে ।

অনলাইনের যুগে        বই কেন শুধু ভুগে 

           তাকে পড়ে থেকে হয় নষ্ট,

তার চেয়ে খুব ভালো     জ্ঞানগর্ভ বইগুলো

           বেচে দিতে নেই কোন কষ্ট ।

      



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy