STORYMIRROR

Mita Saha

Tragedy Others

3  

Mita Saha

Tragedy Others

পুনর্জন্ম

পুনর্জন্ম

1 min
182

ফেনিল শুভ্র জলরাশি

তাতে বুকভরা ক্ষণিকের বুদবুদ

আছড়ে পড়ে আঁকড়ে ধরতে চায় উষ্ণ বালুতট।

মুছে দেয় অতীতের পদচিহ্ন

আবেগের স্মৃতিরেখা, অলীক সুখ ভ্রমে।

অসহায় বুদবুদ শুঁষে নেয় তপ্ত বালুকা

জুড়ায় জ্বালা ক্ষণিকের তরে। 

আসে নতুনেরা রাখতে প্রতিশ্রুতি

রেখে যায় অগভীর ছাপ,

প্রেমের নোনতা স্বাদ।

পুনরায় উষ্ণ হয় বালুতট

ক্রমে উদগ্র দহনে পদপিষ্ট হয়

তৃষ্ণার্ত হাহাকার,

নামে অন্ধকার ধীরে, নিশ্চুপে

জেগে থাকে প্রতীক্ষা

পুনর্জন্মের।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy