STORYMIRROR

Mita Saha

Abstract Others

2  

Mita Saha

Abstract Others

আকাঙ্ক্ষার দৌড়

আকাঙ্ক্ষার দৌড়

1 min
89

ছুটেছি আমি দীর্ঘশ্বাসে দূর দূরান্তে

ভুলেছি নিজেকে রেখেছি প্রস্তর কঠিন

এক বুক যন্ত্রণাকে বন্দী করে বুকের খাঁচায়। 

ক্লান্ত আমি পরাভূত

চতুর্দিকের এই অবিশ্রান্ত অপ্রতিরোধ্য গতি

জিরোতে দেয় না আমায় দুদন্ড,

কেবল দিয়ে যায় এক অযাচিত ব্যথা

জীবনের এই অবুঝ প্রতিযোগিতা। 

হায়রে দ্বন্দ্ব চাওয়া পাওয়ার

হিসেবটা যে বড়ই কঠিন,

ভাসতে থাকি স্রোতের টানে

চাই না জানতে সঠিক বেঠিক। 

হঠাৎ যেন ফিসফিসিয়ে

শব্দ আসে কানে, জানতে চায় সে

"কি চাও তুমি?" বাকরুদ্ধ আমি,

দাঁড় করায় চেতনাকে সত্য সম্মুখে

জীবনের এই জটিল প্রশ্নখানি। 

বলল সে যে জীবনে তুমি পরশমণি

ছুঁয়েছো শতবার, করেছে তোমায় খাঁটি সোনা

মুহূর্তেরা বারবার। তবু অলীক স্বপ্ন করেছ চয়ন

ফেলেছ পেছনে মায়াভরা চোখ, অনাবিল হাসি,

টুকরো কথা হৃদয় ভরা, কোমল স্পর্শ খানি। 

চমকে উঠে ঝাপসা জগৎ স্পষ্ট হয়ে যায়

না পাওয়ার সব কষ্টগুলো যেন কোখায় চলে যায়।

তাকিয়ে দেখি ছুটছে যারা নি:সঙ্গ তারা,

জীবনের গতি দেয়নিতো স্থিতি

দিয়েছে চরম একাকীত্ব, তাই অনুতপ্ত এ মন

চায় আজ শুধুই হার্দিক অবলম্বন।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract