STORYMIRROR

Mita Saha

Abstract Others

3  

Mita Saha

Abstract Others

বিপন্ন সময়

বিপন্ন সময়

1 min
280

নিজের অজান্তেই অপেক্ষা করে চলেছি

একটা ছন্দ পতনের,

সকালে পরিচিত দুধ চায়ে

দুগ্ধহীন গাভীর নিস্তেজ ঠান্ডা স্বাদ,

ছড়িয়ে ছিটিয়ে থাকা সুখগুলোকে একত্রিত করে

সলভ্ করছি জীবনের অসম্পূর্ণ পাজ়ল,

এ যেন স্টিলেটোর ওপর চলা

এক ব্যালেন্সের জীবন,

ভাঙা চশমায় দু টুকরো হয়ে যাওয়া

জীবনের ছবিটা আর বিসদৃশ লাগে না,

কাঁটা তারের ওপর দিয়ে বেদনাহীন হেঁটে চলাই

তো একটি নীরব যুদ্ধের অন্তিম প্রশিক্ষণ,

আমাদের প্রাচীন শিক্ষা। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract