STORYMIRROR

Mita Saha

Tragedy

3  

Mita Saha

Tragedy

পরিত্যক্ত ক্যানভাসে

পরিত্যক্ত ক্যানভাসে

1 min
156

আমাদের এই সংকীর্ণ ব্যবধানের মাঝেই

ইঁটের ওপর ইঁট সাজিয়েছি দক্ষ কারিগরের মত,

শৈশবে নয়! আমার কৈশোরে,

যখন চিনেছি বিভেদের যতিচিহ্ন,

দেখেছি, নির্মল হাসির ভাঁজে অভিনীত হওয়া

এক বিয়োগান্তক নাটক

জেনেছি, একতার পবিত্র মন্ত্রেও আওড়ানো যায়

বিক্ষিপ্ত চোরা শব্দবন্ধ

সেদিন এঁকেছি আমি মিলনের ক্যানভাসে

এক বিচ্ছেদের দৃশ্যকল্প,

দিনান্তে ঝরে পড়া বাড়তি রঙ জমাট বেঁধেছে

আমার পরিত্যক্ত ক্যানভাসে।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy