STORYMIRROR

Mita Saha

Abstract Romance Classics

3  

Mita Saha

Abstract Romance Classics

শাশ্বত

শাশ্বত

1 min
179

লজ্জা রাঙা দিগন্তে নিত্য সঙ্গম তোমার

খেলে যাও নদীর উচ্ছ্বলিত তরঙ্গিত যৌবনে

সদ্য ফোটা কচি পাতার তারুণ্যের সাথে,

তোমার প্রবল পুরুষকার আত্মগোপন করে

চিরন্তন প্রেমিকের বুকে, অনাবৃত হও তুমি। 

আমি অসূর্যস্পর্শা, অনন্ত পিপাসিতা

তোমার প্রখর দাবদাহে জ্বলন্ত চিতার মত

জ্বলতে চাই আমি, তোমার আগুন রঙে

অনাবৃতা আমি হতে চাই কৃষ্ণকায়া, বন্য।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract