পথভ্রষ্ট
পথভ্রষ্ট
পথভ্রষ্ট
মানিক চন্দ্র গোস্বামী
চলতে শুরু করেছিলাম যবে,
পথটা ছিল এক,
কালো মেঘের বর্ষা ধারায়
তৈরী হলো পাঁক।
লাগলো কাদা শরীর জুড়ে,
চিন্তা এলো মনে,
এক লহমায় ছিটকে গেলাম
ছিন্ন হলো টানে।
যাত্রা শুরুর প্রভাত কালে
মসৃন ছিল পথ,
টগবগিয়ে ছুটলো জোরে
প্রেমের বিজয় রথ।
অনন্তকাল চলবো মোরা
অঙ্গীকারের ভাষায়,
প্রান্ত বিহীন পথের স্বপ্নে
বিভোর হলাম আশায়।
মনের পাখি ডানা মেলে
উড়লো নীলাকাশে,
বাসন্তী রঙের ছোঁয়া দিয়ে
বসন্ত উঠলো হেসে।
হাল্কা শীতল খোলা হাওয়ায়
স্বপ্ন বেড়ায় ভেসে,
উজান টানে নৌকা ভাসে
ঢেউয়ের উচ্ছ্বাসে।
হঠাৎ বাতাস এলোমেলো
ঝঞ্ঝা মনের মাঝে,
দিবসের আলো অস্তমিত
ঝড় উঠলো সাঁঝে।
বৃন্তচ্যুত পাতার মতো
পাক খেয়ে ঘুরে ঘুরে,
বন্ধন ডোর পড়লো ছিঁড়ে,
মনোমালিন্যের তীরে।
ভূমিকম্পের প্রভাব জোরে
পথের মাঝে চিড়,
বিপরীতগামী দুই রাস্তাই
ভেঙেচুরে অস্থির।
ঝড় তো তবু শান্ত হবে,
আঁধার হবে শেষ,
মনের পাখি খাঁচা ভেঙে
কোথায় নিরুদ্দেশ।

