প্রতীক্ষা
প্রতীক্ষা
রেখেছি খুলে সকল হৃদয় দ্বার ;
কলতান মুখর সকল বিটপী শাখা,
কথা ছিল তব পুনরায় আসিবার ;
চকিতে করিলে বন্ধ উড়ান পাখা।
আবাহন লিপি ধূলায় বিছালে যদি ;
প্রশ্ন করি এও কি করুণা তব !
নিমেষে ভরালে আঁখিতে অশ্রু নদী ;
জানিও তথাপি বালুচরে বসে' রব ।
চুম্বন তব রবির কিরণে ঝলোমলো ;
কৃষ্ণ গাত্রে ফিরে প্রতিধ্বণি হইয়া ,
এরপরও তুমি আসিতেছ কবে বলো ;
অপেক্ষায় রব সব আকুলতা সহিয়া ।
বেলা যায় জলের মত গড়ায়ে ;
সদা অধোগামী তরল জ্যোৎস্না মত,
রেখেছি অশ্রূ আপন নয়নে জড়ায়ে ;
পারেনি ছিনিতে ইন্দ্রিয়েরা কিম্বা পঞ্চভুতও ।
রঙিন বাহারে সেজেছে জগত নবীনা ;
ফাগুনের ফুল ফুটেছে জগত ব্যাপীয়া,
জানিনা সে কথা তুমি জানিয়াছ কিনা ;
আসিবেই জানি সময়ের তাল মাপিয়া ।

