STORYMIRROR

Pritam Mukherjee

Inspirational Others

3  

Pritam Mukherjee

Inspirational Others

প্রতিবন্ধী

প্রতিবন্ধী

1 min
226

গোলামি যখন রক্তে থাকে 

গোলাম থাকে মন,

মানবতা থাকে নিচের স্তরে

ব্যর্থ জীবন।

টাকা যখন কিনতে লাগে

মানুষের মানু হুশ,

মেরুদণ্ডহীন হয়ে সততার

বানিয়ে জুস

খেতে দেয় সেই রাক্ষস গুলোকে,

যারা বেঁচে দেব এদেশের মাটিকে

কামাবে কালো অগাধ নোট।

আবার নির্লজ্জের মতো

তোমার কাছে,

গোমরা মুখে দিনের শেষে

হাতজোড় করে চাইবে ভোট।

তুমি ভাববে ওরাই ঠিক

করবে ওদের বিশ্বাস,

আরে নির্বোধ তুমি জানো না

ওরা বেচে দেবে তোমার নিঃশ্বাস।

নোংরা ড্রেনের কাদা মেখে

রাস্তায় করে ন্যাংটো নাচ,

সংবাদমাধ্যম ওটাই দেখিয়ে

পরে যুধিষ্ঠিরের সাজ।

তুমি বরং ভেবে দেখো

সোজা হয়ে দাঁড়াতে শেখো,

প্রতিবন্ধী না সেজে

করো প্রতিবাদ।

একদিন তুমি দেখবে পাশে

তোমার মতই মানুষ এসে,

বাঁচাবে এদেশের মাটি

চাইবে বিচার।

তুমি চলো সত্যের পথে

রেখে একটু আদর্শ সাথে,

দেখবে পড়েছে হাতকড়া হাতে

শাস্তি পাবে রাক্ষস সাজার।


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Inspirational