কাঁটাতার
কাঁটাতার


দুটি প্রান্তে একই মানুষ
ধর্ম তাদের ভিন,
রক্ত তাদের একই ও ভাই
একই রাত ও দিন।
মাতৃভাষা একই তাদের
মনে রবীন্দ্রনাথ,
দুজনেরই প্রিয় খাবার
ইলিশের ঝাল আর ভাত।
নজরুল তাদের হৃদয় জুড়ে
জীবনানন্দ দুঃখের ভিড়ে
বিদ্রোহে সুকান্ত দেয়
যুদ্ধ লড়ার শক্তি।
সয়েছে সাহেবের অত্যাচার
পেয়েছে একই সাথে মুক্তি।
জানো কি করেছে পৃথক তাদের
ওইযে কাঁটাতার।
এতটা মনের ভালোবাসার
খায় ওইখানেতেই মার।
প্রহরী থাকে বন্ধুক হাতে
ওই কাঁটাতারের পাশে
রক্ষা করে অংশ নিজের
আর ওপরওয়ালা হাঁসে।
কোনদিকটা বানানো কার
যে নিজের হক ফলাও
আমি তো জানি সৃষ্টি আমার
তবে কিসের বেড়া ঝোলাও।
আবার নিজেকে স্বাধীন বলো
ওই বেড়ার ভেতর থেকে
স্বাধীন তো দেখো পাখি আমার
উড়ে মন চাই যেই দিকে।
একই রঙের রক্ত তোমার
মুখে বাংলা ভাষা
তবে বলো তুমি বন্দি কেনো
চারিপাশে লোহার খাঁচা।
বদ্ধ জীবন ত্যাগ করো তবে
নতুন এক প্রজন্ম হবে
চলো পাল্টাই একটুখানি
সবাই মানসিকতা
জগতে সবার উর্ধে
ওগো বন্ধু মানবিকতা।