হ্যালোইন
হ্যালোইন


প্রতিদিন দিতে হয় নিশ্বাস নেবার দাম,
জীবনের অঙ্কে ঝরে পড়ে মাথার ঘাম,
কারো বড় আল্লা কেউ বলে জয় শ্রী রাম।
বিধাতার সৃষ্টিতে সবার গল্প ভিন
চুক্তির মেয়াদ শেষ হয়ে বাড়ায় ঋণ।
আসলে জীবন হ্যালোইন।
অতৃপ্তি ছুঁতে চায় স্পর্শ ছেঁড়া কাঁথায়
বৃষ্টি যে থামেনা জং ধরা ফুটো ছাতায়
গল্পটা অসফল রেখেছি তবু মাথায়।
সপ্ন তো দেখি রাত পার করে আসবে দিন,
ব্দ্ধ আত্মাটাকে করে দাও আজ স্বাধীন।
আসলে জীবন হ্যালোইন
প্রেত বলে মানুষ, আমাকে কি করছো ভয়,
বুদ্ধি খাটিয়ে তুমি সৃষ্টিকে করেছ জয়,
বিবর্তনের পথে প্রকিতিও ধংস হয়।
শ্রীলতা হানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে জিন,
অগ্রগতির চাকা পিষে ফেলে সোনার হরিণ।
আসলে জীবন হ্যালোইন
এই সমাজ হ্যালোইন।