STORYMIRROR

Pritam Mukherjee

Tragedy Inspirational Others

3  

Pritam Mukherjee

Tragedy Inspirational Others

প্রাণঘাতী নির্বাচন

প্রাণঘাতী নির্বাচন

1 min
264


 


আগে কি মানুষ না শাসন ? 

মহামারী না নির্বাচন ? 

মুর্খ নেতা মানবতা ভুলে 

চড়িয়ে দিল কত প্রাণ শুলে।


দেখো আবার সময় এলে

স্বার্থ গুলো মিটিয়ে ফেলে

করবে তালাবদ্ধ তোমায় 

শুরু করবে অভিধান।


ততদিন আরো ভালো করে 

মহামারী ছড়িয়ে পরে 

আরো কিছু মানুষ মেরে 

সাজবে ওরা ঈশ্বর।


বলবে তোমায় শান্তনা দিয়ে 

কুমিরের চোখের জল সাজিয়ে 

মর্মাহত আমরা ভাই 

এই মহামারী বড়োই ভয়ঙ্কর।


সেটা ওরা আজও জানে 

নির্বাচন মানুষের প্রাণে 

কে নেবে মরা কান্না কানে 

ভোটটাই তো প্রয়োজন।


ভোটার নাহয় নতুন হবে 

নতুন নামের তালিকা সাজবে 

কিছু মানুষ না মরলে 

কিসের আবার নির্বাচন।


অক্সিজেনের প্রয়োজনে 

যদিও কেউ মরে প্রাণে 

তাতেকি খুব ফারাক আনে? 

নেই বিশেষ তাড়াতাড়ি।


অর্থনীতি যায় ভেঙে 

আর একখানি আইন দেগে 

বাড়বে আবার করের হার 

মরবে কিছু গরিব।


তবুও সেটাই সঠিক মেনে 

ধর্মটাকে সামনে এনে 

সৃষ্টির অর্থ না জেনে 

দেবে নিজের ভোট।


আবার জাতের বিভেদ হবে 

গরিব সদাই গরিব রবে 

রাক্ষস গুলো নেতা সেজে 

চালাবে বিশাল লুট।






Rate this content
Log in

Similar bengali poem from Tragedy