মানুষ
মানুষ


হারাই তোমায় জিততে শেখায়
আঁধার আনে আলো,
পরে যদি জিততে হয়
আগে হেরে যাওয়াই ভালো।
সততার নেই কোনো দাম
এই ঠকবাজির দেশে,
যে করছে সমাজ সেবা
সেও ঝুলছে কেস এ।
সেই আবার সাজে নেতা
চড়ে বড় গাড়ি,
প্রকল্পের টাকা মেরে
তোলে চারতলা বাড়ি।
ঘুষ নেওয়াটা ফ্যাশন এখন
জমাও যতই টাকা,
চার কাঁধে যাবে যেদিন
বুঝবে সবই ফাঁকা।
লোকের তুমি বিচার করো
সাজছো ব্যারিস্টার,
ঘরের লক্ষী কাঁদে যে রোজ
খেয়ে তোমার হাতের মার।
যাচ্ছ তুমি শপিং মলে
কিনছো ঝুড়ি ঝুড়ি,
জানোনা ভাত চাপছে কিনা
তোমার কাজের লোকের বাড়ি।
তুমি বরং নকল ছেড়ে
আসল সেজে দেখো,
নোংরা কালো চিম্তা ছেড়ে
সবুজ গায়ে মাখো।
এমন এক মানুষ সেজো
যার মানবিকতা থাকে,
দেখবে তুমি তোমার মতো
পুরো সমাজটাকে।