STORYMIRROR

Pritam Mukherjee

Abstract Tragedy Inspirational

4  

Pritam Mukherjee

Abstract Tragedy Inspirational

স্বাধীনতা

স্বাধীনতা

1 min
64

কে বলে তুমি স্বাধীন ?

যাচাই করে দেখেছো কখনো 

কত প্রাণ হোলো বলি 

দেশের না জাতির জন্য। 

ধর্ম তোমাই দেয়নি ভাত 

খেটে হয়েছো তুমি শেষ 

নিজের দলকে ক্ষমতায় আনতে 

ওরা তোমাদের লড়াই বেশ। 

খবর কাগজে মিথ্যে ভরা 

লিখে গল্প মনগড়া 

মিথ্যে ভয়ে জব্দ সবাই 

খুঁজছি হয়ে দিশেহারা। 

কেউ হিন্দু পিটিয়ে মারে 

মুসলমানের হত্যা করে 

কেউ মাথায় গেরুয়া বাঁধে 

কেউ বাঁধছে সবুজ, 

ঈশ্বরের এই সৃষ্টি তে 

তোমরা সত্যি বড়োই অবুঝ। 

গেরুয়া থাকে সবুজ থাকে 

মধ্যে সাদা চক্র নীল 

খুঁজে দেখো তুমি ঠিক পাবে 

ওই দুই রঙের মাঝের মিল। 

বিপ্লবী হতে বীরত্ব লাগে 

ওটা ভীরু মনের কাজ নয় 

ভীরুরা জানে ভেদ করতে 

ওরা সংগঠনে পাই ভয়। 

ধর্ম না হলে পেট চলেনা 

ভোট আসবেনা জীবন ছাড়া 

ওরা তোমাদের কাজে লাগিয়ে 

ধর্মটাকে করছে ভাড়া। 

হতে যদি চাও আসল স্বাধীন 

থাকতে যদি না চাও পরাধীন 

ধর্ম টাকে ভালোবেসো 

করোনা আর ভয়। 

প্রজন্ম নতুন জগৎ পাবে 

এই বিশ্ব স্বাধীন হবে 

অনেক হল পরাধীনতা 

অমানবিকতা আর নয়। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract