STORYMIRROR

Manik Goswami

Drama Fantasy Others

3  

Manik Goswami

Drama Fantasy Others

প্রথম প্রভাবে

প্রথম প্রভাবে

1 min
164


গানের প্রথম কলিটি যেদিন কণ্ঠে পেলো সুর,

উদাসী মনের আশা -

প্রসারিত হলো দিগদিগন্তে দূর হতে বহুদূর

মুখে যে ফুটলো ভাষা |


যেদিন প্রথম সাঁতারের ছলে নদীর কঠিন বুকে,

দিয়েছিনু আমি ডুব;

স্নানের সাথে স্নিগ্ধ ছবি মনের মাঝে এঁকে

ভেসেছিনু আমি খুব | 


প্রথম যেদিন বাইতে গিয়ে আমার ছোট্ট তরী,

কষ্ট-দুখের মাঝে,

স্বপ্ন আশায় ভেসেছিনু আমি তরীর হালটি ধরি

নতুন পথের খোঁজে |


যেদিন প্রথম শক্তি পেলাম এগিয়ে চলার পথে,

বড় ভয় সংশয়,

জেগেছিলো সবে কল্লোল করি দূরাশারই সাথে,

তবু, চলেছিনু আমি তাই |


প্রথম যেদিন সাহস পেলাম সোচ্চার প্রতিবাদে

তীব্র, তীক্ষ্ণ ভাষায় -

লেখনীর মাঝে মনের আবেগ স্রোতে ভরা মনোনদে

ভাসিয়েছিলাম আশায় |


যেদিন প্রথম প্রাণের সুবাস বাতাসে আসিল ভাসি,

প্রথম জীবনালোকে -

উদ্ভাসিত মনোআঙ্গিনায় ভরে এলো যত খুশি

এখন চলেছি চতুর্দিকে |




Rate this content
Log in

Similar bengali poem from Drama