পড়লে মনে তোমায়
পড়লে মনে তোমায়
1 min
1.5K
পড়লে মনে তোমায়,
নরম সিগারেটের উষ্ণ ধোঁয়ায়,
অতীত হয়ে যায় ছাই,
আবছা ভবিষ্যতের আশায়।
তখন,
একলা ব্যালকনির, ঘন হয়ে আশা রোদ্দুর,
আর জমে থাকা ভালোবাসা, এক সমুদ্দুর,
হঠাৎ হারিয়ে যায় অজান্তে,
ফেলে আসা পথের, শেষ প্রান্তে।
পড়লে মনে তোমায়,
আধ পেয়ালা রঙিন নেশায়,
রাত জাগা স্বপ্ন, আজ অভিমানে ঘন নীল,
ধূসর পাণ্ডুলিপিতে খোঁজে হিসেবের অমিল।
তখন,
ব্যস্ত রাজপথ, হঠাৎ ধূসর ছায়াময়,
স্তব্ধ অতীতে খোঁজে , থমকে যাওয়া সময়।
আর বর্ষা আসে নেমে, অবাধ্য চোখের জলে,
ভুলতে চেয়ে তোমায়, অনাবশ্যক রূপকের আড়ালে।