STORYMIRROR

Sankha sathi Paul

Tragedy

2  

Sankha sathi Paul

Tragedy

প্রপোজ ডে

প্রপোজ ডে

1 min
534

ছবি আঁকার খাতারা খালি পড়ে রয়

ইতিউতি পড়ে আছে রং, তুলি, ব্যবহৃত পুরোনো প্যালেট

কিছুদিন আগে অবধি প্রস্তুতি ছিল জোরকদমে

এবছর নামকরা প্রদর্শনীতে ছবি দেওয়ার কথা ছিল

আলো ঝলমল হয়ে বেরিয়েছিল সেদিনও বাড়ি থেকে

:

বাড়িতে পরের ফোনটা এসেছিল নার্সিংহোম থেকে...

:

দীর্ঘদিন পর বেঁচে ফিরে এসেছে

শুধু দৃষ্টিটুকু হারিয়ে গেছে আচমকা

:

বাগানের পলাশে ফুল ফুটেছে আজ

মা দেখতে বলল, ভুল করে.... 

:

কান্নায় ভেঙে পড়ে মা... 

:

দৃষ্টিহীন চোখে নামে অকালশ্রাবণ ... 

:

নীরবতা বসন্তের হাওয়ায় হাওয়ায় 

একা খুঁজে দেখে স্পর্শের রং, অঙ্গীকারে.... 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy