প্রণয় জোয়ারে
প্রণয় জোয়ারে
Week-11
প্রণয় জোয়ারে
মানিক চন্দ্র গোস্বামী
তোমার মনের মাধুরী তুমি আমায় করেছো দান,
ভালোবাসার পরশখানি হৃদয়ে পেয়েছে স্থান।
স্বপ্ন মধুর রাতে,
পুলকিত জোৎস্নাতে,
মনের ভেতরে, বিষাদ পাহাড়ে, ভেঙে হলো খানখান।
সুরের ছোঁয়ায় তোমার কণ্ঠে কোকিল ধরেছে গান,
হারিয়ে যাওয়া স্বরের বিন্যাস এনেছে ছন্দ তান।
ভেঙে গেছে অভিমান,
অন্তরে কলতান,
পেখম মেলিয়া মনময়ূরী বর্ষায় করে স্নান।
মনোবাগিচার পুস্প সুবাসে হৃদয়ে প্রেমের টান,
উজল দিবসে, অলির পরশে, ভেঙেছে কলির মান।
উচ্ছ্বাস, কলরবে
অনুরাগ, অনুভবে,
হৃদ সাগরে তরঙ্গ দুলিছে, প্রণয় জোয়ারে প্রাণ।

