STORYMIRROR

Nikhil Mitra Thakur

Tragedy

4  

Nikhil Mitra Thakur

Tragedy

প্রলাপ-বিলাপ

প্রলাপ-বিলাপ

1 min
390

যেগুলো ভুলে যেতে চাই,

সেগুলোর সাথে রাগ এমনভাবে চিটিয়ে থাকে,

ভুলবো বলেও ভুলে যেতে পারি না।

মনের ভিতর সব সময় বুদবুদ কাটে

বেরিয়ে আসতে চায় জনসমক্ষে।

বেরিয়ে আসার পর ভাবি ভুলে গেলেই ভালো হতো,

ভুলে না যাওয়াটাই ভুল হয়ে গেল।

এইভাবে জীবনের কত কাল কেটে গেল,

রইল পড়ে শুধু ক্ষণকাল,

এখন সাথী শুধু প্রলাপ,আর বিলাপ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy