STORYMIRROR

Mahfujur Rahaman

Tragedy Classics Inspirational

4.0  

Mahfujur Rahaman

Tragedy Classics Inspirational

প্রকৃতির প্রতিশোধ

প্রকৃতির প্রতিশোধ

1 min
12.7K


নির্মল এই বসুধার কোলে জন্মেছি আমরা,

প্রকৃতির ছোঁয়ায় পেয়েছি নতুনের আস্বাদ।

আর আমরা বড়ো হয়েছি

এই শস্য শ্যামলা বসুন্ধরার আশ্রয়ে।

প্রকৃতির দানে অসম্ভবকে জয় করেছি,

আর করেছি নতুন আবিষ্কার।

প্রকৃতির ভালোবাসায় প্রাণ পেয়েছি,

আর পেয়েছি অসীমের খোঁজ।

পরিবেশের কথা তাই অগ্ৰাহ্য করেছি আমরা-

তৈরি করেছি প্রাণঘাতী বোমা।

শুধুমাত্র কিছু পাশবিক উল্লাসের বিনিময়ে-

ধ্বংস করেছি কোটি সবুজ জীবন।

এই প্রকৃতির কোলেই গড়ে উঠেছিল

বহু গ্ৰাম, বহু শহর, আর বহু সভ্যতা;

কিন্তু আমরা এই মুখোশ পরা সভ্যের দল-

আগ

ুন জ্বালিয়েছি সেই সভ্যতায়।

আর দগ্গ্ধ সেই সত্যতার ছাই দিয়ে করেছি-

প্রাণবিনাশক যঞ্জ।

প্রকৃতিকে অত্যাচারের ওপর অত্যাচারে-

জর্জরিত করেছি।

ক্রমশ সেই অত্যাচারের সীমা

লঙ্ঘন করেছি আমরা।

মাইলের পর মাইল জুড়ে জঙ্গল পুড়িয়ে

প্রকৃতির কোমল হৃদয়কে দগ্ধ করেছি আমরা।

তাই পৃথিবীও আজ তার সুপ্ত রূপ ধারণ করেছে,

প্রকাশ করেছে প্রকৃতি নিজের ক্ষীপ্রতা।

বহু বছর ধরে লাঞ্চিত হতে হতে

প্রকৃতি হারিয়েছে তার অগাধ বিশ্বাস।

আর সেই পাশবিক অত্যাচারীদের বিরুদ্ধে

প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি আজ আমরা।।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy