প্রিয়তমা
প্রিয়তমা
প্রিয়তমা
তুমি আমার চোখে, সাগরের উত্তাল ঢেউ মালা,
যার দোলায় আমি দুলি।
তুমি আমার চোখে,বরফে ঢাকা পর্বত শিখর,
যাকে ছোঁয়ার স্বপ্ন দেখি।
তুমি আমার চোখে,ঘাসের আগায় ভোরের শিশির,
যার স্বচ্ছতায় মুখ দেখি।
তুমি আমার চোখে,রবীন্দ্রনাথের ফাগুনের আম বন।
তুমি আমার চোখে, জীবনানন্দের "রূপসী বাংলা"।
তুমি আমার চোখে, শরৎচন্দ্রের মাধবীর নব যৌবন।
তুমি আমার চোখে,ফাগুনের পলাশ শিমুল।
তুমি আমার চোখে,বর্ষায় ফোঁটা কদম ফুল।
তুমি আমার চোখে,শরতের মিষ্টি শিউলি বকুল।
তুমি আমার চোখে,পাখির মতো যে ডানা মেলে উড়ে।
তুমি আমার চোখে, শরতের মেঘ সারা আকাশ জুড়ে।
তুমি আমার চোখে, প্রজাপতি যে ফুলে ফুলে ঘোরে।
তুমি আমার চোখে, সকল কিছুর চেয়ে শ্রেয়।
তুমি আমার চোখে,তুলনাহীনা সর্বশ্রেষ্ঠ প্রেয়।
তুমি আমার চোখে,ইন্দ্রপুরীর সৌন্দর্যময় স্বর্গ।
আমি নিজেকে তোমাতেই বিলীন করতে চাই,
তুমি আমার প্রিয়তমা তোমাকে যেন জীবনে পাই।
