প্রিয় হাত
প্রিয় হাত
মনে জাগে প্রেম ; বুকে ভালবাসা ;
যে হাত ভীষণ প্রিয় দু:খ বাড়ায় ,
বেদনার বালুচরে অনন্ত পিপাসা ;
বাসা বাঁধে পিপীলিকা মনের পাড়ায়।
শাখা মেলে দীর্ঘশ্বাস অশ্রু তারকায় ;
অকপটে বলে দেয় ভুত ভবিষ্যৎ,
আমি মানি সুখী হব কোন স্মরণিকায় ;
যে হাত ভীষণ প্রিয় পিতৃমাতৃবৎ ।
কাঞ্চন পালঙ্কে শুয়ে কেটে যায় রাত ;
ধুপে পুড়ে তমসায় বাসরের সজ্জা,
পদতলে কুন্ঠায় ভীষণ প্রিয় সেই হাত ;
স্মৃতিপটে আঁকে ছবি যা আমার লজ্জা ।
