প্রিয় বন্ধু
প্রিয় বন্ধু


প্রিয় বন্ধু ছিল না কখনো ,
প্রিয় বন্ধু আজ ও নেই -
বন্ধুত্বের সংজ্ঞা বোঝে
সবাই শুধু স্বার্থকেই l
প্রিয় বন্ধু গল্পে থাকে ,
বইয়ের পাতায় বন্ধু দুই -
বাস্তব চিত্র অন্যরকম ,
পড়ে থাকে মুখোশ টুকুই l
যখন যাকে বন্ধু ভেবে
আপন করেছি নিজের মতো ,
যত্ন নিয়ে তারাও আমায়
ফিরিয়ে দিয়েছে গভীর ক্ষত l
প্রিয় বন্ধু কথাটিতে
ভরসাগুলো হারিয়ে গেছে ,
দূর থেকে দূরভাষে
সম্পর্ক খানিক লুটিয়ে আছে ll