STORYMIRROR

Manik Goswami

Classics

4  

Manik Goswami

Classics

পরিণয়ের স্মৃতি

পরিণয়ের স্মৃতি

1 min
232

Nov. 26  Marriage Team A


পরিণয়ের স্মৃতি

মানিক চন্দ্র গোস্বামী 


সে দিন ছিল আলোয় ভরা,

স্বপ্ন সুখের রাত;

সাক্ষী রেখে আগুন শিখা

এক হলো চার হাত। 

চারিদিকে উলুধ্বনি 

সানাই বাজে সুরে,

আমায় দিলি শুভ দৃষ্টি 

পান পাতারই আড়ে।

ফুলের মালা বদল হলো

মনের অঙ্গীকারে;

হৃদয়ের দ্বার উজাড় করে 

হৃদয় দিলাম তোরে। 

কেমন ছিলাম বরের সাজে 

জানতে ইচ্ছে হয়,

কনের সাজে তুই যে ছিলি 

রূপসী অবশ্যই। 

নতুন জীবনে পা রেখে তোর 

মনে ছিল বড় ভয়,

সেই চোখের চাহনি, মুখের আদল

স্মৃতিপটে অক্ষয়। 

প্রথম সেদিন টোপর মাথায় 

আমায় দেখে যে তোর,

মনটা ছিল উথাল পাথাল

চোখে লেগেছিলো ঘোর। 

সিঁথিতে তোর সিঁদুর যখন 

পড়াই নিজ হাতে,

আপন মনেই সারাজীবনের 

দায়িত্ব নিলেম সাথে। 

মনের আয়নায় ধরা দিয়েছিলি 

রাজকন্যা রূপে,

দিলি ভালোবাসার অসীম স্রোতে

কুমারী জীবন সোঁপে। 

প্রেমিক চোখে সেই যে তোকে 

গেঁথে নিয়েছি মনে,

জীবনের এই শেষ লগ্নেও 

যতনে রেখেছি প্রাণে। 



Rate this content
Log in

Similar bengali poem from Classics