STORYMIRROR

Krishna Banerjee

Classics

4  

Krishna Banerjee

Classics

পরিচয়

পরিচয়

2 mins
395

                                পারিচয়

                     কলমে - কৃষ্ণ ব্যানার্জী 25/ 08/ 2023

         মানুষের জীবনটা বিচিত্র , কখন, কোথায় , কিভাবে পরিচয় হয় বুঝেওঠা ভার । তোর সাথে আমার পরিচয়টাও একটা দুর্ঘটনাই ছিলো । আমার খুব মনে আছে শীতের দুপুর , ফুটপাথ ধরে আমরা  মুখোমুখী হেঁটে আসছি এমনসময় একপাঁচলা বৃস্টি। আকাশে একবিন্দু মেঘ নেই , কারোসাথেই ছাতা নেই । অগত্যা একটা সেটের নিচে আশ্রয় নিলাম দুজনে । ঘড়িধরে পাকা একঘন্টা বৃস্টি হয়েছিলো সেদিন । দুটো অচেনা মানুষ প্রায় আধাঘন্টা কেউ কারোসাথেই কোনো কথা হোলনা। অবশেষে আমি যেচে কথাবলি তোর সাথে । একটা দুটো করে বেশ অনেকটাই কথাহয় তোর আর আমার মধ্যে । তারপড় আরো দু একটা দেখাতে ধীরে ধীরে সম্পর্ক গড়ে আমাদের মধ্যে । তারপড় কবে জানো আমরা একে অপরের হয়ে জাই । সামাজিক বন্ধনে আবধ্য হয়ে এক ছাদের নিচে । একসাথে কত স্বপ্ন বুনেছি দুজনে , স্বপ্ন পুরোনো করেছি বেশ কিছু । বেশ চলছিল কোন সমস্যা ছিলোনা । আজ আমি তোর উপর খুব রাগ করেছি জানিস । সেদিন তুই আগুনকে স্বাক্ষী রেখে , কত মানুষকে স্বাক্ষী রেখে মিথ্যা বলেছিলি আমায় । বলেছিলি আমাদের স্বম্পৰ্ক সাত জন্মের , কোথাও যাবিনা আমাকে ছেড়ে । তাহলে আজ কেন তোকে দেখতে আমাকে প্রতি রাতে যেতে হয় ছাদের পড়ে । কেন তোকে খুঁজতে হয় হাজার তারার ভিড়ে । এই স্বম্পৰ্ক আমি চাইনি , তুই প্রতারক তাই আজ চলে গিয়েছিস আমার থেকে কয়েক যোজন দূরে ।

আমি খুব অভিমান করেছি তোর এই মিথ্যা ব্যাবহারে ।

                               সমাপ্ত


Rate this content
Log in

Similar bengali poem from Classics