সময় অসময়
সময় অসময়
সময় টা যত জোড়ে ছুটছে ,
জীবনের তেল তত পুড়ছে ।
ঝড়ের গতিতে সবাই ছুটছে ,
শুধু জীবনের লড়াইটা লড়ছে ।
সময়ের কাছে মোরা ক্রীতদাস ,
তার কাছে নেই কোন ব্র্যান্ডের আশ্বাস।
অর্থের ব্র্যান্ড দিয়ে সময়কে ছুঁতে গিয়ে ।
প্রদীপটা দপ দপ করছে ।
অর্থের নাগপাশে সমাজটা বাঁধা আছে ,
সময় যে তার তালে চলছে ।
উঠলেই ঝোড়ো হাওয়া , নিভে যাবে দীপশিখা ,
নিথর দেহ খানা অর্থের দাবানলে পুরবে।
জীবনের খাতা জুড়ে , অঙ্কের হিসাবটা পারবেনা মেলাতে ।
বাকিরাজে টাকা নিয়ে লড়বে।
সময়ের হিসাবটা , সকলেই শ্মশানে বা কবরেতে করবে ।
সবকিছু থেমে যাবে , প্রদীপ টা নিভে যাবে,
তবু সময় যে তারি তলে ছুটবে ।
ওপরের কোষাগারে হিসাবের দায়ভরে
কোটিপতি দারিয়েজে ধুকবে, দেবতার কারাগারে
আইনের দায় ভরে নিজে কি জবাব দিহি করবে ?
পাপ পুর্নের খাতা ছিলনা সে মাথা ব্যাথা ,
আজ কি জবাব দিহি করবে ?
সময়ের সাথে ওগো কতখানি লড়বে ?
তুমি যত হও না কোটিপতি,
একদিন তুমিও যে মরবে ।
সেদিন তোমার সঞ্চয় তোমাকেই বিদ্রুপ করবে ।
লাখো প্রদীপের গলাটিপে যে তেল ভরেছিলে নিজ কোষাগারে ,
মৃত্যুর পর সেই কোষাগার তোমাকেই বিদ্রুপ করবে ।
সময় যে সময়ের মত করে ছুটবে ।
সমাপ্ত
