মধ্যবিত্ত
মধ্যবিত্ত
মধ্যবিত্ত
2 / 09/ 2023
কলমে - কৃষ্ণ ব্যানার্জী
তিনদিনের অক্লান্ত পরিশ্রমের পড়……..,
হাজারও কৈফিয়ত দিয়ে ছেলের নিথর দেহাটা নিয়ে বাড়ি ফিরলেন মানিকলাল ।
যে ছেলের দেহে একটা দাগ লাগলে মা পাগলের মত করতেন , তার সামনেই নির্বাক , খত বিক্ষত দেহতা শুইয়ে দেওয়া হোল ।
আর্তনাদে ভেঙে পড়লেন মা ।
এক ধরে দাঁড়িয়ে নির্বাক বাবা ।
প্রতিবেশীরা সহানুভূতির ডালি সাজিয়ে উপস্থিত হলেন বাড়িতে । পাড়ার মহিলারা শোকাহত মায়ের পাশে আসে শান্তনার ছন্দে বললেন এতো কাঁদবেননা শরীর খারাপ করবে , মনটা একটু শক্ত করতে হবে তাইনা ।
কিছুটা সময় পড়ে স্বর্গরথ আসে উপস্থিত হোল দুয়ারের সামনে , সকল উত্তেজানা শেষ করে একুশ বছরের তারতাজা ছেলেটা চলেগেলো পৃথিবী ছেড়ে ।
তারপড় বছর ঘুড়ে গিয়েছে , সুবিচারের আসাতে দিনের পর দিন আদালতে হত্যেদিয়েও কোন বিচার মিললোনা। আবার তারিখ মিলল, একজন মাতাল হয়তো কিছুদিন ধরে লক্ষ করে চলেছে তাকে । আজ পাশে এসে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আপনিকি মাধবিত্ত ? প্রশ্ন শুনে অবাক হলেন লোকটি , মাথা নেড়ে সম্মতি জানালেন , তিনিবললেন কি মামলা মহাশয় ?
লোকটি একটু থেমে বললেন আমার একমাত্র ছেলেকে মানুষ করতে উনিভার্সিটি পাঠালাম , ফিরলো তার নিথর দেহ , আমি জানি আমার ছেলে আত্মহত্যা করতে পারেনা ওকে খুন করা হয়েছে আর তার বিচার আমার চাই । এবার মাতাল লোকটা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়েন , তারপড় একটু দমনিয়ে বলেন আপনি পাগল মশাই, কতদিন ছুটবেন এই আদালত আপনার আমার নয় , ওসব ভুলে বারিজান নইলে একদিন আমারমত মালখেয়ে মাতাল হয়ে যাবেন। লোকটি বললেন কি বলতে চাইছেন আপনি ? লোকটি আবার একটু হেঁসে বললেন আমার একমাত্র মেয়েটার ধর্ষণ হয় দিনদুপুরে , অনেকেই ঘটনাটা দেখেছিলেন , তারপড় সাত বছর কেটে গিয়েছে এই বিল্ডিংটার মধ্যে । লাভ ………লাভ হয়েছে বৈকি খেটে খাওয়া মধ্যাবিত্ত আজ মাতাল আজও বিচার পাইনি ।
আবার একটু হেঁসে বলেন ফিরেজান দাদা বাড়ি ফিরেজান আমাদের মনের আগুন , আবেগ কঙ্কিছুর কোন মূল্য নেই । মধ্যবিত্তের না দেশ আছে না আইন আছে যদি কিছু থেকে তাকে শুধু হতাশা ।
সমাপ্ত
