কে সেই মেয়ে ?
কে সেই মেয়ে ?
কে সেই সুপ্ত ?
24 / 09 2023
৯ মাস আগে তার অবস্থান উপলব্ধি করেছিলাম আমি , তখন আমার বয়স শূন্য —-----। ধীরে ধীরে এক হলো ,দুই হলো , তিন হলো , তার স্পর্শ উপলব্ধি করতে লাগলাম আমি । আরেকটু সময় যেতেই বাইরের উত্তেজনাও উপলব্ধি করতে লাগলাম আমি —---- উপলব্ধি করলাম তার পায়ের নুপুরের শব্দ । ধীরে ধীরে উপলব্ধি করতে লাগলাম তারা গ্রহণ করা খাদ্যের আস্বাদন । উপলব্ধি করেছিলাম তার সচেতনতা , কতটা সন্দর্পনে চলাফেরা করছে সে । যাতে আমার কোন ক্ষতি না হয় । আর এই সকল উপলব্ধির মাধ্যমে কল্পনা করেছিলাম তাকে । নয় পাঁচ পর পৃথিবীর আরো দেখি প্রথম যাকে দেখতে চেয়েছিলাম, কে সেই মেয়ে ? হয়তো অবাক লাগবে তবে এটাই বাস্তব —--––-, একটা আর্তনাদ করে বলেছিলাম মা । এর চাইতেও বড় বাস্তব এটা , আজ যখন তার বয়স ৯০ , তখন স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে সেই নয় মাসের গল্প । আচ্ছা ঠিকানা কোন এক বৃদ্ধাশ্রম । তবুও সে সকাল সন্ধ্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছে আমার সন্তান যেন থাকে সুখে । কে সেই মেয়ে সে কি মানব না ভগবান ?
উত্তর মেলেনি আজও ! কারণ উত্তর খোঁজে নি কেউ ।
অথচ মাতৃ আরাধনায় ব্রতি আমরা সকলে । ফেলে এসেছি তাকে শৈশব কেটেছে যার কোলে ।আমরা মানুষ চাঁদের থেকেও কলঙ্কিত।অধিকার নেই তবুও মান আর হুসের তুলা যন্ত্রে নিজেদের ওজন করি । সেদিন তো সে তার গর্ভে ওজন করেনি , কতটা ওজন নিয়ে পথ চলছে সে ? কতটা কষ্ট কতটা কষ্টস হয়ে আমায় এনেছে ধরনের পরে , এখন ধরণী সবএখন ধরোনি সব এক চিলতে জায়গা নেই তার তরে আমার ওই বৃহৎ ঘরে । তবুও আমায় দেখলে একগাল হয়েছে বলে খোকা এসেছিস , আমি অবাক হয়ে ভাবি কে এই মেয়ে ? অথচ নিরুপায় এর মত চোখের দেখা দেখে ফিরে আসি আমার সুখের ঘরে ।
সমাপ্ত
