প্রেমিক বলে লোকে শারদ সংখ্যা
প্রেমিক বলে লোকে শারদ সংখ্যা
আবছা মনে পড়ে সেবারের শিউলিঢাকা পথ ,
সারথি হয়ে ছুটে গেছি , ভুলোপথের রথ ।
দুধে আলতা শাড়ি , মহানগর খালি পেয়েছিলাম ,
সময় ! হ্যাঁ সময় চেয়েছিলাম ।
তুমি রাজচন্দ্রের ঘাট পেরিয়ে জগন্নাথ ঘাটে ,
প্রেমিকের উপন্যাস নিয়ে চূড়সজ্জিত হাতে
আমায় হাতছানি দিয়েছো ,
আমার শরীর ভাঙ্গা প্রেমের গন্ধ নিয়েছো ।
হঠাৎ জনবহুল রাস্তায় এসে ভিড়ে যাই ,
ঝুলবারান্দাগুলো থেকে টুনির চাঁই ।
তুমি তখন আহিরীটোলার ঘাটে চক্ররেল দেখছো ,
হাত ঘুড়িয়ে তাও ঠিক ডেকে যাচ্ছো ।
আমি তোমায় অধরা ধুনোর ধোঁয়ায় উবে যেতে দেখি ,
তবুও আমায় প্রেমিক বলে লোকে , একি !