প্রেমের রং
প্রেমের রং
সেই কবে হয়েছিল দেখা আমাদের
বোধ, হয় হাজার বছর পেরিয়েছে
ভালবাসাগুলোও রং পাল্টিয়েছে
প্রতিনিয়ত ভালবাসা সাজে নতুন সাজে
সবই বোঝে হৃদয়, চোখের পলকের ভাজে ভাজে
তখন তুমি ছিলে আমার অন্তর্যামী
চোখের দর্শনে শুধু তুমি ই ছিলে,
প্রথম এবং শেষ তুমিই পাজরে সুপ্ত ভালোবাসার কথা ব্যাখ্যা করেছিলে।
কিন্তু হঠাৎ কখন বৃষ্টি নেমে ভাসিয়েছে আমায়
চোখ মেলে দেখি, ভিন্নতা তোমার
তোমার ভালবাসা হারিয়েছে রং
শয়তানি বুদ্ধিতে আঁটানো মিথ্যের দেয়াল
ভালবাসা আজ হল নীল থেকে লাল।।

