প্রেমের জগৎ
প্রেমের জগৎ
আজও বাংলার বুকে বহু নদী
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জালের মত
কিন্তু বিস্ময়ের ব্যাপার
নদীর বুকে হেথায় হোথায় জেগেছে বহু চড়া,
পাল তোলা নৌকার আর নেই আনাগোনা।
তেমনি শুকিয়ে যাচ্ছে যৌবন
মরা নদীর মত প্রিয়-প্রিয়ার প্রেম দেওয়া নেওয়া।
এখন সকলেই জানে
ট্যাক্সিতে প্রিয়ার পাশে বসে উড়িয়ে ওড়না
যত দূর খুশী পারবে না ছুটে যেতে
হয়তো দেখবে সামনে রোড ক্লোজ
চলছে রাস্তা খোঁড়া-খুঁড়ি
তাই প্রেমের জগতে এখন বৃথা উড়াউড়ি।