প্রেমদিবস
প্রেমদিবস
জীবনের চলার পথের মোড়ে
তোমার আমার দেখা
দেখা যখন হলো তখন
হলাম প্রাণসখা।
ভালোবেসে সখা থেকে সঙ্গী হলাম
সঙ্গে চলবো পথ
সুখ দুঃখের সাক্ষী হবো আমরা
ছাড়বো নাকো হাত।
অঙ্গীকারের মালাবদল
সিঁদুর হবে ভালোবাসার
মিলন দুটি মনের হবে
বাসর হবে আশার।
সংসার হবে স্বপ্নে ঘেরা
ভালোবাসায় গড়বো বাড়ি
তোমার আমার প্রেমের নিবাস
প্ৰেম দিবস ১৪ই ফেব্রুয়ারি।

