প্রেম
প্রেম
ওষ্ঠাধরে নষ্ট চাঁদের আলো ;
আঁখি পল্লব পেলবদামে ছায়,
কেশ কুন্তল নবকৃষ্ণ কালো ;
দৃষ্টি মম ধায় পতঙ্গপ্রায়।
সুকুমার তনু জীমূৎবাহন দেশ ;
অঞ্চলময় বিজলী বাতির ছটা,
কাল গোধূলি ; নববসন্ত শেষ;
ঈশান কোণে অকাল রুদ্রজটা ।
আনন কানন পিঙ্গল ধূসর ;
নয়ন প্রান্তে অশ্রুরেখ বিন্দু,
রুক্ষ বক্ষ অনাবাদি ঊষর ;
অন্তরে মম প্রস্ফুটিত ইন্দু ।
চিত্ত সজাগ বৈশাখী আগমনে ;
পরিচয় মাগি নিবাস কোথায় !
সংক্ষেপে কয় -সুনীল গগনে ;
মনন মম স্তব্ধ মগ্নতায় ।
কন্ঠসুরভি অধরা মাধুরী সম ;
চেতন মনন আগ্রাসে গরীমায়,
তিষ্ঠ এতৎ হৃদয়নিলয়ে মম ;
আসিলে যবে আমার দুনীয়ায় ।

