প্রভাত চরিত
প্রভাত চরিত


আমার সকাল কুয়াশা মেখে
কাঞ্চন ফুল কুড়োয়,
আমার সকাল রুদ্ধশ্বাসে
কাগজপত্র বিকোয়।
আমার সকাল স্নিগ্ধ ভীষণ
রবি ঠাকুরের গানে,
আমার সকাল নামাজ পড়ে
নতুন আজান আনে।
আমার সকাল আলসেমি ঘুম
নিশ্চিন্তে কাটায়,
আমার সকাল সেই কাকভোরে
মনের উঠোন ঝাঁটায়।
আমার সকাল চায়ের কাপে
আলতো চুমুক ছোঁয়ায়,
আমার সকাল নিঃস্ব রিক্ত
অবশেষ দিন পোহায়।
আমার সকাল অগোছালো খুব
দু-এক লাইন বাঁধে,
আমার সকাল দীর্ঘশ্বাসে
ক্লান্তি চাপায় কাঁধে।
আমার সকাল ব্যর্থ ভীষণ
মিথ্যে হিসেব রাখে,
আমার সকাল ভৈরবী রাগে
নতুন সূর্য মাখে।।