খোঁজ
খোঁজ
সময় কেমন দ্রুতগামী ভীষণ,
প্রবল বেগে প্রহর পেরোয় রোজ,
আমিও যেন কিছুটা পরিমিত
নতুন আলোয় আবেগ ঢাকার খোঁজ।
চোখ বুঝলে এই তো সেদিন আমি
প্রিয় দিনে দুচোখ ভাসিয়ে,
অভিমানে আবেগ খুঁজে খুঁজে
কান্না হাসি দিচ্ছি মিশিয়ে।
আজকে কেমন প্রমত্ত মন-মেজাজ
চোখের কোণ-ও ভীষণ পরিণত,
হঠাৎ পাওয়া অবকাশে ভাবি
এক-আধটা দিন যদি বা থমকে যেত!