অপেক্ষা শেষে
অপেক্ষা শেষে


অনুভূতি,যা মেঘের থেকেও ঘন
ভীষণ ঝড়েও জমাট বেঁধে ছিল,
ভেজা রাস্তার ইতিহাস বলে দেয়
কতকালের ভালোবাসা জমে ছিল।
খোলা জানালার বৃষ্টিরা বলেছিল
'ভরা বাদর' প্রেমের আরেক নাম,
না পাওয়া পরশ ততটাই প্রিয় ছিল
যতটা আপন ভেজা মাটির ঘ্রাণ।
অকারণ যে অপেক্ষারা ছিল
আভাস ছিল, নাগাল ছিল না,
মেঘ ভাঙা জল আজ দুটো মন ছুঁলো
কোনো কিছুই আর অসম্পূর্ণ না।।