নতুনের খোঁজে
নতুনের খোঁজে


উপচে পড়া উচ্ছ্বাস নেই চোখে
তবু উসকানি দেয় কলম ধরার প্রয়াস,
প্রিয় স্মৃতি-সুখ সযত্নে মনে রেখে
আসুক জীবনে নতুন কিছুর আভাস।
সিঁড়ি ভাঙার খেলায় আর এক ধাপ
আরো এক ঘর অভিজ্ঞতার খোঁজ,
সূর্যাস্তে চাঁদের আভা মেখে
অপেক্ষা মন না হয় ক্ষান্ত হোক।
ভাবনা যতই ঘিরছে বিষাদ মনে
পেরিয়ে যাচ্ছে সবটুকু মুগ্ধতা,
আচমকা সেই চেনা মুখের আদল
শূণ্য বুকে অদ্ভুত পূর্ণতা।
চোখের জলটা চোখের কোণেই ফুরোয়
তোমার আলোয় আমার হাসিমুখ ঢলে,
'আমাদের'ই নয় নতুন কিছু হোক
ভোরের স্বপ্ন সেই কথাই তো বলে!!