অনর্থক প্রত্যাশা
অনর্থক প্রত্যাশা


যেদিন এক এবং অদ্বিতীয় সত্যের আগুনে
দাউদাউ করে জ্বলেছিলাম,
আমার চোখ বুঝলেও মন বোঝো নি সেদিন।
এক বুক আগ্নেয়গিরিকে নিশ্চুপ কান্নায় নিভিয়ে
ভেজা ছাই থেকে ওঠা শেষ ধোওয়া টুকু ও
তোমায় যেতে দেওয়ার পথে ছেড়ে এসছিলাম সেদিন।
তারপর দিন পেরিয়েছে...
সময় বুঝিয়ে দিয়েছে
শর্তহীন ভালোবাসা আসলে কতটা অর্থহীন।
একে একে আক্ষেপ, অভিযোগ,অভিমান,
সর্বোপরি ভালোবাসা নামক সবথেকে সাবধানী শব্দটাকে-
এক লহমায় চাপা দিয়েছি
দুটো সাদা পৃষ্ঠার এক্কেবারে মধ্যভাগে।
তবু কত কী বাকী থেকে গেল..
আমি আবার একটা সকাল দেখলাম,
কিন্তু দু'চোখ ভরলো কই!
আবারো ভীষণ ঝগড়া হল,
কিন্তু ভয় করলো কই!
নিয়ম মাফিক ভালোবাসলাম,
তবু নরম হলাম কই!
এখনো দূর থেকে আলগোছে চোখ রাখি..
দেখি,তোমার চারপাশ জুড়ে
এক যুগ বরফের অনুষ্ণ আচ্ছাদন,
আচ্ছা এর এক কণাও কী পারে না
আমার জমাট বেঁধে যাওয়া দুঃখ গুলোকে
কিছুটা গলিয়ে দিতে!!