প্রার্থনা
প্রার্থনা
জগত কখনও রহে না থেমে ; চলছে মর্জিমত,
যা' কিছু মহান, কল্যাণকর ; দিয়ে যায় অবিরত।
সবুজ বনানী, আকাশের নীলে,
গিরি কন্দর, সাগরের জলে,
মরু মেরু সব দান করে দিলে, ফিরায়েছি শুধু ক্ষত ।
আহ্বান তব শুনি নাই কেহ ,
অবগাহনে ভাসায়েছি দেহ,
অনুগত রূপে করি পদলেহ,
দোষণ, দূষণ করেছি ভূষণ ; হই নাই সংযত ।
রাজা নহে এবে প্রজার শাসন,
ধ্বংস করেছি রাজার আসন,
ভাই বোন বলি' করি সম্ভাষণ; তবু নহি সংহত ।
হে নির্মম, নিরহংকার, ঘুচাও কালিমা যত।
বিশ্বমাঝারে বাঁধিয়াছি ঘর,
সকলে আপন কেহ নহে পর,
সুনীল জলধি গিরি কন্দর,মৃত্তিকা অবিরত,
হে নির্মম নিরহংকার কর হে তোমার মত।
