STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Inspirational

3  

Nityananda Banerjee

Comedy Inspirational

প্রার্থনা

প্রার্থনা

1 min
174


জগত কখনও রহে না থেমে ; চলছে মর্জিমত,

যা' কিছু মহান, কল্যাণকর ; দিয়ে যায় অবিরত।

সবুজ বনানী, আকাশের নীলে,

গিরি কন্দর, সাগরের জলে,

মরু মেরু সব দান করে দিলে, ফিরায়েছি শুধু ক্ষত ।

আহ্বান তব শুনি নাই কেহ ,

অবগাহনে ভাসায়েছি দেহ,

অনুগত রূপে করি পদলেহ,

দোষণ, দূষণ করেছি ভূষণ ; হই নাই সংযত ।

রাজা নহে এবে প্রজার শাসন,

ধ্বংস করেছি রাজার আসন,

ভাই বোন বলি' করি সম্ভাষণ; তবু নহি সংহত ।

হে নির্মম, নিরহংকার, ঘুচাও কালিমা যত।

বিশ্বমাঝারে বাঁধিয়াছি ঘর,

সকলে আপন কেহ নহে পর,

সুনীল জলধি গিরি কন্দর,মৃত্তিকা অবিরত,

হে নির্মম নিরহংকার কর হে তোমার মত।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy