প্রানের ঠাকুর
প্রানের ঠাকুর


ঠাকুর,তাকে তো চোখে দেখা যায়না
শুধু উপলদ্ধি করতে হয়
নিজের সবটুকু অনুভূতি দিয়ে যাকে
অনুভবে পাই সে তুমি রবি ঠাকুর।
পাথরের মূর্তিতে প্রাণ আছে কিনা আমি জানিনা,
কিন্তু গভীর মন খারাপের রাতে
আমার সাথে থাকে তোমার গান গুলো
আমার চোখের জল ভাগ করে নাও তুমি।
জীবনের সকল মুহূর্তের সাথে
কি ভীষণ মিল তোমার গানের।
ওগুলো কি শুধুই গান!
না ঠাকুর,তোমার গানেই লেখা আছে
হাজার হাজার জীবনের গল্প।
আমি নাস্তিক নই
তবু মন প্রাণ ঢেলে দেব
তার আরাধনা করতে
আমি পারিনা।
আরাধনা করতে যতটা সমর্পণ লাগে তা আমার নেই।
তবু তোমার কবিতায় কেমন যেন
মন প্রাণ দিয়ে ডুবে যাই
আর আবেগ দিয়ে তোমার উপাসনা করি
শুধু ওই টুকুই তো আমি পারি।
হে প্রানের ঠাকুর আমার কাছে তুমি অনুভূতির স্রষ্টা
তুমি ছাড়া জীবনের প্রথম প্রেম,ভালোবাসা, উচ্ছাস, বিরহ-বিচ্ছেদ সব অনুভূতি গুলো মিথ্যে হয়ে যেত।
তুমি আছো বলেই আজও আমার মতো কত মানুষ
আবেগ নিয়ে বাঁচে এই যান্ত্রিক পৃথিবীতে।
তুমি আমার প্রাণের ঠাকুর,
হে কবিগুরু তোমাকে প্রণাম