তুমি
তুমি


তুমি যে আসবে জানতাম না।
তোমার আসার কোনো কথাও ছিলোনা।
হঠাৎ অসময়ের বৃষ্টির মতোই তুমি এলে।
মনের কোণায় জমে থাকা সব ধুলো নিমেষে ধুয়ে দিলে।
অতলে তলিয়ে যাওয়ার ঠিক আগে,আমার হাতটা শক্ত করে ধরে বললে 'ভালোবাসি'।
তুমি যেন পাতা ঝরা বসন্তে এক কণা ক্লোরোফিল,
যার জন্য মন আবার সবুজ হওয়ার স্বপ্ন দেখলো,
ছড়িয়ে থাকা এলো মেলো জীবন
আবার নিজেকে গুছিয়ে ফেললো।
তুমি এসেছিলে ভাগ্গিস,
নাহলে যে আমার জানাই হতোনা
আমার মনে আজও এতটা ভালোবাসা জমে আছে।
নিজেকে নিঃস্ব ভাবতাম অকারণ।
সব শেষের পরেই আবার একটা শুরু থাকে।
কিন্তু সেই ভূমিকা লেখার জন্য সবার কাছে তুমি থাকেনা।