STORYMIRROR

Subhasree Das

Romance

3  

Subhasree Das

Romance

অভিমান

অভিমান

1 min
1.2K

বুকের ভিতর জ্বলছে আগুন

ভিজছে বালিশ, তবু নিভছে কই?

স্মৃতির ভিড়ে আটকে পড়ে মন,

ছিঁড়লে সুতো, আমি পালাবোই।

বৃষ্টি ভেজা চিলেকোঠা-

মনখারাপেই দারুন সুখ,

সাদাকালোয় তো ভালোই ছিলাম

রঙের খোঁজে তুই ফেরালি মুখ।

এক পাহাড়ের অভিমান আজ-

বুক ফাটলেও মন মানবে না

চোখের পলক দেখে তোর চলে যাওয়া,

ফিরিয়ে আর তোকে আনবো না।



Rate this content
Log in

Similar bengali poem from Romance