লুকোচুরি
লুকোচুরি
একদিন নিজেকেই নিজে লুকিয়ে ফেলবো,
শুরু হবে তোর আর আমার লুকোচুরি খেলা।
দূর থেকে লুকিয়ে দেখবো তোকে;
দেখবো কেমন পাগল হয়ে খুঁজিস আমায়!
কপালে জমা ঘামের বিন্দু আর চিন্তার ছাপ
চোখে থাকবে ফিরে পাওয়ার আকুলতা।
সব মিলিয়ে তখন বেশ অন্য একটা 'তুই'
সেদিন সব নেশার টান বা হঠাৎ আসা বন্ধুর ডাক তোর তুচ্ছ মনে হবে।
হয়তো দেখবো কাক ফাটা রোদ বা অঝোর বৃষ্টি কিছুই তোকে থামাতে পারেনি;
তোর খুঁজে নেওয়ার ইচ্ছের কাছে বাকি সবই হার মেনেছে।
ঠিক তখনই চেনা নামে ডেকে তোকে বলবো,
'আজ আমার ভালোবাসা জিতে গেছে'।।