লড়াই
লড়াই


লড়াইটা সেদিন শুরু হয়ে গিয়েছিল,
যেদিন মায়ের মুখে একটা গল্প শুনেছিলাম....
শ্রাবণের সেই সকালটার গল্প,
যেদিন প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম আমি,
অথচ প্রকৃতির সাথে সেদিন বৃষ্টি ঝড়েছিল---
মায়ের চোখেও;
মা সেদিন কেঁদেছিল ছেলে না হওয়ার দুঃখে,
মেয়ের মা হওয়ার দুঃখে।
এটা ছিল পৃথিবীতে আমার প্রথম অভ্যর্থনা।
সেদিন থেকেই শুরু করেছিলাম নিজের লড়াই
ছেলে নয়,মেয়ে হয়েই নিজেকে প্রমাণ করার লড়াই।
মা বাবার সব স্বপ্ন পূরণের লড়াই।
এরপর যখন বড় হলাম,
জীবনে এলো এক বিশেষ মানুষ
হাজার স্বপ্ন চোখে শুরু হলো
অন্য আর এক লড়াই;
মানিয়ে নেওয়ার লড়াই,নিজস্বতা বাঁচিয়ে রাখার লড়াই।
প্রতি পদে নিজের চরিত্রকে প্রমাণ করার লড়াই।
তবে লড়তে লড়তে ক্লান্ত হইনি আমি মোটেই,
কারণ আমি জানি,মেয়েদের জীবনে লড়াইটা
সৃষ্টির আদি কাল থেকেই একটু বেশি!
তাই স্বয়ং রক্ষাকর্তা বিষ্ণুর চারটে হাত হলেও
দেবী দুর্গা কিন্তু দশভুজা!
কারণ তিনি যে শক্তি,তিনি যে মেয়েদের প্রতীকী রূপ।
মেয়েরা তাই কখনো হারেনা, ওরা হারতে শেখেনি
শুরু থেকে শেষ অবধি লড়াইটা চালিয়ে যায়।
আমিও হারিনি, নিজের গল্পটা নিজেই লিখেছি।
আজ আর মায়ের চোখে ছেলে না থাকার জন্য
কোনো আফসোস দেখিনা।
মেয়ের পরিচয়েই যখন নিজেকে পরিচয় দেয় আজ
তখন মায়ের চোখে আমি সেই তৃপ্তির সুখটা খুঁজে পাই।