অসমাপ্ত
অসমাপ্ত
আমিও একদিন ভালোবাসলাম,
পনের-ষোলোর দমকা হাওয়ায় প্রেমে পরলাম হুড়মুড়িয়ে;
প্রেমে পরলাম সেই ছেলেটার যার মনে ছিল গভীরতা,
বৃষ্টি ভেজা গন্ধ আর বসন্তের হাওয়ায় ছিল তার আবেগ;
যে একদিন বলেছিল 'তুই শুধু স্বপ্ন দেখ,পুরণের ভার আমি নিলাম'।
যে বলেছিল তোর ভালোলাগা গুলোই এখন আমার ভালোবাসা;
বলেছিল আমার সাথে পথ চলাতেই সে খুঁজে পায় জীবনের মানে।
তারপর হঠাৎ সময় এসে হিসেব গুলো পাল্টে দিল!
জীবনের স্রোতে ভেসে সে এক অন্য জগত সাজিয়ে নিলো।
হারিয়ে গেল ভালোলাাগা হাজার রকম স্বপ্ন দেখা,
জীবন আমায় শিখিয়ে দিল নিজের জন্য বেেঁচে থাকা।।