চারজনের গল্প
চারজনের গল্প


বন্ধু মানেই শপিং মল, ডমিনোজ বা সিনেমা হল নয়
আমাদের সেই কাদা ধুলো মেখে শুরু বন্ধুত্ব গুলো, আজও বাতাবি লেবু ফুলের গন্ধেই বাঁচে।
বর্ষায় রাস্তার জমা জলে অজস্র ব্যাকটেরিয়ার মাঝে
খুঁজে পাই ছপাৎ ছপাৎ শব্দে জল ছিটানোর মজা।
একসাথে ভাগ করে নিই হঠাৎ পাওয়া কোনো খুশির দমকা হাওয়া,
ফুচকার শেষ ফাউটাও চারজনে ভাগ করে খাওয়া।
এ হলো আমাদের খুনসুটি আর ঝগড়ার বন্ধুত্ব; যেখানে রাগ আছে,
পাহাড় প্রমাণ অভিমান আছে,আড়ি-ভাব আছে,দু চোখ বেয়ে জলও আছে।
কিন্তু দূরে যাওয়া নেই,মুখোশের আড়াল নেই;
ইগোর লড়াই নেই,রেষারেষির ও বালাই নেই।
সূর্যোদয়ে শুরু হওয়া এই সম্পর্ক গুলো হয়তো সত্যি জীবনের সূর্যাস্ত অবধি টিকে থাকে,
নির্ভেজাল বন্ধুত্বটা বেঁচে থাকে আর আমাদেরকেও বাঁচিয়ে রাখে।