STORYMIRROR

Madhuri Sahana

Romance Tragedy

3  

Madhuri Sahana

Romance Tragedy

পিরিতি

পিরিতি

1 min
254

প্রেমের ক্ষতে রক্তক্ষরন অবিরত । 

ভালোবাসা সুজলা সুফলা উৎসব।

                 

প্রেম অঝোর বরিষণ ।

ভালোবাসার নেশায় উন্মাদনা।

                 

প্রেম শুধু কলঙ্ক ।

ভালোবাসা উত্তাপ ছড়ায় শিরায় উপশিরায়।

               

প্রেম যেন ছোঁয়াচে রোগ ।

ভালোবাসা প্রকাশিত হয় ডালপালা ছড়িয়ে।


প্রেম বড় আতুর ।

ভালোবাসা দীর্ঘজীবী অফুরান সঞ্জীবনী।

                 

প্রেমের মৃত্যু অনিবার্য ।

ভালোবাসা নবজন্মের অঙ্কুর।


Rate this content
Log in

Similar bengali poem from Romance