পিছুটান কিসের ?
পিছুটান কিসের ?
চলে যাচ্ছি বলে, চলেই গেলি তুই !
পিছনের দিকে ফিরেও
দেখলি না একটিবার ,
শুধু এগিয়ে চলে গেলি সামনের দিকে ।
আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে ছিলাম
শুধু তোর ফেরার অপেক্ষায় ,
দিন গড়িয়ে বছর কাটছে
আর ফিরলি না ।
তুই ঠিকই করেছিস জানিস্ !
জীবনের পথে এগিয়ে যাওয়াই শ্রেয়
কিসের জন্য শুধু অনন্ত প্রতীক্ষা ?
পিছুটান রেখেই বা কি লাভ ?
চোখের সামনে বৃহত্তর সমাজ
আমার জন্য কেনই বা
শুধু শুধু পড়ে থাকবি আজ !
আমিতো কোনো আলাদা কিছু নই ?
ভালো ! খুব সহজেই তা বুঝে গেছিস তুই ,
তাইতো , একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েও
আমাকে ফেলে চলে গেলি একা ।
কিন্তু দ্যাখ্ , আমি ছাড়তে পারছি না
তোর স্মৃতির পিছুটান ,
সত্যি , আজ মনে হয়
আমিই ভীষণ , ভীষণ বোকা ।

