ফুরিয়েছে কি মোম!
ফুরিয়েছে কি মোম!
ফুরিয়েছে কি মোম!
স্মরজিৎ দত্ত
তুমি এত কঠিন হলে কেন?
মোমের মতো মন কে তুমি
কঠিন করলে কেমনে-
তবে ফুরিয়েছে কি মোম?
ভালোবাসার ফুলে ঘেরা
তোমার ছিল মনের বাগান।
সুবাস দিয়ে টেনে নিতে
সকল আপন পরিজন।
মোমের মতো গলে পড়ত
ভালোবাসার মোম।
তবে এমন কেন হলো-
তোমার ফুরিয়েছে কি মোম?
ভালোবাসার গোলাপী মোম
সুবাস ছিল যত
জ্বলতো যেমন গল-তো তেমন
বিলিয়ে দিতো ভালোবাসার ধন।
ভালোবাসার বটবৃক্ষের তলে
জুটতো ছেলে-বুড়ো
গরিব-দুঃখী জাতপাত ভুলে
মানব ধর্মের জুটি বেঁধে
জড়ো হোত সবাই একে অপরজন।
তাই আজ কেমন হলো সব!
জ্বলছে না ওই মোম
গলছে নাও ওই ভালোবাসার ধন।
তবে কেন এমন হলো আজ?
ফুরিয়েছে কি মোম?
আয়না ফিরে সবাই আবার
ওই নিষ্ঠুরতা ছেড়ে;
গোলাপি মোম জড়ো করি আজ,
আয়না সবাই মিলে।
গলুক তা আরো আরো,
সুবাস বেরোক শত শত;
ছেলে বুড়ো গরীব ধনী
জাত বেজাত সকল ভুলে;
আসুক আরও বেশি করে।
নতুন স্বর্গ উঠুক জেগে
সত্য শীব সুন্দরের,
নতুন শিলান্যাসে।
