ফিরিয়ে দে
ফিরিয়ে দে


ফিরিয়ে দেনা একটু সুখ,
জানি তোর মনে মুচড়ে ওঠা কান্নাদের আত্মকথা।
ফিরিয়ে দে ফেলে আসা সময়ের কিছু মুহূর্ত,
যা দিয়ে তুই লিখেছিস ভালোবাসার রূপকথা।
নাই বা হলো ছোঁয়া, নাই বা হলো পাওয়া তোকে,
তবুও ফিরিয়ে দেনা হারানো প্রেম এই বুকে।
হিসাবের জীবন তো বাঁচলি এতোদিন,
ফিরিয়ে দেনা তোর বেহিসেবী মনটাকে।
বাঁধিস না সেই শব্দদের তোর আলিঙ্গনে,
ফিরিয়ে দেনা হারানো তোকে এই শুভক্ষণে।